রাজনীতি

পিলখানা ট্র্যাজেডি : উচ্চ পর্যায়ের তদন্ত চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পিলখানা ট্র্যাজেডির রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে পিলখানায় সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যাকাণ্ডের দিনটিকে (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার জোর দাবি জানিয়েছে দলটি। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার যে নির্মম ও মর্মান্তিক ঘটনা ঘটেছে তা জাতির জন্য খুবই বেদনাদায়ক ও শোকাবহ। হত্যা করা হয়েছে চৌকস ও মেধাবী ৫৭ জন কর্মকর্তাকে। তাদের পরিবার-পরিজনকে নির্যাতন, লাঞ্ছিত ও অপমান করা হয়েছে।’ ‘পূর্ব পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকের সাজা হয়েছে, আবার অনেকেই অধরায় থেকে গেছেন। পুরো বিষয়টি এখনো রহস্যের কুয়াশায় ঢাকা। একটি জাতি স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার প্রতীক সেনাবাহিনীকে এভাবে দুর্বল করার আন্তর্জাতিক চক্রান্ত থাকতে পারে। এজন্য উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন’, বলেন বিএনপির এই নেতা। এ সময় ফের গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে রিজভী বলেন, ‘বর্তমানে গ্যাস কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলেও কেবলমাত্র সীমাহীন লুটপাটের জন্যই এই মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার।’ তিনি বলেন, ‘এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। গ্যাসের মূল্য বৃদ্ধির খড়্গ পড়বে সাধারণ মানুষের ঘাড়ে। গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে এর প্রভাব পড়বে সকল সেক্টরে। গ্যাসের মূল্য বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।’ গ্যাসের মূল্যবৃদ্ধির ‘গণবিরোধী’ পদক্ষেপ প্রত্যাহার করার আহ্বান জানান রিজভী। রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/রেজা/এসএন