রাজনীতি

নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে : তোফায়েল

ভোলা প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতাসীন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচন ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। আর বর্তমান নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবে।’ আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন মডেল হাইস্কুল মাঠে লার্নিং এন্ড আর্নিং মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেতারা যত কথাই বলুক তারা এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। তার স্বপ্ন আজ বাস্তব। ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে উন্নত মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ।’ ভোলার জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিপ হুইপ আ স ম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরে বাণিজ্যমন্ত্রী লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় ৪০ টিরও বেশি স্টল অংশ নিয়েছে। রাইজিংবিডি/ভোলা/১৬ মার্চ ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল