রাজনীতি

সরকার জনগণের বিপক্ষে অবস্থান করছে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার জনগণের বিপক্ষে অবস্থান করছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল ও নাগরিক ঐক্য যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। আ স ম আবদুর রব বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার ফলে আমাদের দেশে গ্যাসের উৎপাদন মূল্য যেখানে কমেছে, সেখানে উল্টো তার মূল্য বৃদ্ধি করা হয়েছে। যা জনগণবিরোধী কাজ ছাড়া আর কিছু না। তিনি আরো বলেন, এ মূল্য বৃদ্ধির ফলে শুধু বাসাবাড়িতে গ্যাস ব্যবহারকারীরাই ক্ষতিগ্রস্ত হবে না, দেশের সব শিল্প-কল-কারখানা যাতায়াত-পরিবহন ব্যয়ও বৃদ্ধি পাবে। এর ফলে যাত্রী ভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধির বোঝাও জনগণের ওপর চাপবে। গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার জানিয়ে তিনি বলেন, দাম না কমালে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতারা। রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৭/সাওন/মুশফিক