রাজনীতি

‘অগ্নিকাণ্ডের সঙ্গে রিজার্ভ চুরির সংযোগ রয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ভবনে হঠাৎ আগুন লাগার নেপথ্যে রিজার্ভ চুরির ঘটনার সংযোগ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ভবনের মধ্যে যে দুটি ফ্লোরে বৈদেশিক মুদ্রা নিয়ে কাজ করা হয় কেন সেই ১৩ এবং ১৪ তলায় আগুন লাগল?’ ‘কারণ ফিলিপাইন দাবি করেছে, গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির নায়ক ব্যাংকের ভেতরের ব্যক্তিরা। এখন প্রশ্ন উঠতে পারে তাহলে কী আগুন লাগার পেছনে কোনো সংযোগ আছে’, বলেন বিএনপির এই নীতি নির্ধারক। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ব্যাংক ছুটির সময় হয়েছে। এবারও ব্যাংকে ৩ দিনের ছুটির মধ্যে আগুন লেগেছে। সুতরাং রিজার্ভ চুরির সাথে আগুন লাগার সংযোগ থাকতে পারে।’ রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘এর আগেও কি বাংলাদেশ ব্যাংকের টাকা লুট হয়েছে, যেটা প্রকাশ পায়নি? এ প্রশ্নের উত্তর আপনাদেরকেই (সরকার) দিতে হবে।’ আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/রেজা/সাইফ