রাজনীতি

আগুন সুপরিকল্পিত পরিকল্পনা : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকে ভবনে আগুন লাগার নেপথ্যে সরকারকে দায়ী করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এটি ‘সুপরিকল্পিত পরিকল্পনা’। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।‘ ২৪ মার্চ সংবিধান লঙ্ঘন করে অবৈধ ক্ষমতা দখলের কালো দিবস’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘স্বাধীনতা ফোরাম’ নামের একটি সংগঠন। রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের যেখানে বৈদেশিক মুদ্রার লেনদেনের হিসাব, রিজার্ভ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে সেই ১২, ১৩, ১৪ তলাতেই আগুন লাগল। ব্যাংকে আগুন লাগার পিছনে ক্ষমতাসীনরা জড়িত।’ তিনি বলেন, ‘এটি শুধু রহস্যজনক নয় এটি সুপরিকল্পিত পরিকল্পনা। বৈদ্যুতিক শর্ট সার্কিট নয়, সু পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশ ব্যাংকের লুট হয়ে টাকা আর ফিলিপাইন দিবে না। জনগণের কাজে জবাব দেওয়ার ভয়ে পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে।’ আওয়ামী লীগ সরকারকে ‘জালিয়াতির সরকার’ অভিহিত করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের জনগণের সাথে জালিয়াতি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বন্ধক রেখে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে।’ সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি অভিযানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে সরকার একের পর এক নাটক সাজাচ্ছে। ভারতের সঙ্গে চুক্তির জন্য দৃষ্টি জঙ্গিবাদের দিকে নিচ্ছে। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি ভারতের সাথে করা হলে দেশের জনগণ তা মানবে না।’ সংগঠনের সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুন্সি ফজলুল বাসিদ আঞ্জু, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/রেজা/সাইফ