রাজনীতি

সংকট সমাধানে প্রয়োজন সুন্দর নির্বাচন : বদরুদ্দোজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী  বলেছেন, দেশে আজ যে সংকট দেখা দিয়েছে যত দ্রুত সম্ভব তার সমাধান করতে হবে। এর জন্য প্রয়োজন একটি সুন্দর নির্বাচন। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সিভিল সার্ভিস রাইটস সোসাইটি আয়োজিত 'দেশের চলমান পরিস্থিতি: উত্তরণের উপায়' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘সুন্দর নির্বাচন করতে হলে কাউকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়া যাবে না। পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার স্বাধীনতা দিতে হবে। সবাইকে সমান প্রচারণার সুযোগ দিতে হবে। ভোট সঠিকভাবে গণনা করতে হবে এবং দ্রুত সময়ে ফলাফল প্রকাশ করতে হবে।’ তিনি বলেন, ‘তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন  সবসময় নিরপেক্ষ হয়। সেই তত্বাবধায়ক সরকারের ধারা সংবিধান থেকে তুলে দেয়া হয়েছে।’ এফবিসিসিআইয়ের প্রাক্তন পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য গোলাম মাওলা রনি, মুক্তিযোদ্ধা ইসমাঈল হক বেঙ্গল। রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/হাসিবুল/শাহনেওয়াজ