রাজনীতি

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে সন্দেহ

নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি না সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের নেতারা বলছেন আগামীতে শেখ হাসিনার অধিনে ছাড়া দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন কোনো দিন সুষ্ঠ হয়নি আগামীতেও হবে না। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তাতে আওয়ামী লীগ অংশ নেবে কি না সন্দেহ আছে।’ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ সকল বন্দিদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। শামসুজ্জামান দুদু বলেন, 'আওয়ামী লীগ এক ধরনের হতাশায় ভুগছে। দিন যত যাচ্ছে তারা বুঝতে পারছে আগামীতে দেশে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো কোনো নির্বাচন আর হবে না। যার কারণে দেশে কোনো অস্থিরতা না থাকার পরও বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হচ্ছে।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, ‘আগামীতে রাজপথ আন্দোলন ও জাতীয় সংলাপের মধ্যে দিয়ে নির্দলীয় সহায়ক সরকার প্রতিষ্ঠিত করা হবে।’ দেশে গণতন্ত্র নেই দাবি করে বিএনপির এই নেতা বলেন, 'দেশে গণতন্ত্র না থাকার কারণে যারা গণতন্ত্রের পক্ষে ন্যায়ের কথা বলছেন তাদের জেল জুলুম মামলা হামলার স্বীকার হতে হচ্ছে।’ আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন কবির বেপারীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির প্রশিকক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/৭ মে ২০১৭/হাসিবুল/ইভা