রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রোববার রাতে

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির পর বিষয়টি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছে দলটি। রোববার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সকালে অজ্ঞাতনামা একটি জিডির প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের আদেশ নিয়ে ‘রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি নাশকতা সামগ্রীর খোঁজে’ খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। যদিও প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী ওই তল্লাশি অভিযানে কিছুই পায়নি পুলিশ। অজ্ঞাতনামা যে জিডির প্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে এতে বলা আছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গুলশান থানাধীন রোড-৮৬, বাড়ি-০৬-এ এবং এর আশপাশ এলাকায় রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি এবং রাষ্ট্রের শৃঙ্খলা বিনষ্টসহ নাশকতামূলক কর্মকাণ্ডে সাধারণ জনগোষ্ঠীকে অংশগ্রহণের আহ্বানমূলক বিভিন্ন বক্তব্য সংবলিত বিপুল পরিমাণ রাষ্ট্রীয় নাশকতাসৃষ্টির সামগ্রী আছে।’ এর প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালায়। রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৭/রেজা/সাইফুল