রাজনীতি

রমজানের শিক্ষায় জীবন গড়ায় ব্রতী হতে হবে : খালেদা

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘হিংসা-বিভেদ, অন্যায়-অবিচার এবং লোভ-লালসাসহ সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ব্রতী হতে হবে।’ মাহে রমজান উপলক্ষে শনিবার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, ‘পবিত্র এ মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জাত’র সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হন।’ তিনি বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। সারাদিন পানাহার থেকে মুক্ত হয়ে মুমিন মুসলমানগণ আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন।’ মাহে রমজানে প্রতিটি মুসলমানের শান্তি-সুখ ও মঙ্গল কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থণা জানান বিএনপি নেত্রী। অপর এক বাণীতে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মাহে রমজানে সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন। রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/রেজা/শাহনেওয়াজ