রাজনীতি

‘খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিলম্বে হলেও খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হয়েছে। খালেদা জিয়ার কথা শুনে মনে হচ্ছে, তারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।’  বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ডিজেএ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, ‘বিএনপির বিভিন্ন নেতা একেক সময় একেক ধরনের কথা বলেন। কেউ বলেন, দরকার হলে নাকি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে, তার পরেও নির্বাচনকালীন সরকার ছাড়া তারা নাকি নির্বাচনে আসবেন না। আবার খালেদা জিয়া জনগণের কাছে ধানের শীষে ভোট চাইছেন। আসলে তারা ইনডিসিশনে ভুগছেন।’  মন্ত্রী বলেন, ‘ঈদে ফিটনেসবিহীন নৌযান চলাচল করতে পারবে না। অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ না চালাতে কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে। যেসব লঞ্চ নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ঈদে অনিয়ম ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, ভ্রাম্যমাণ আদালত, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থা কাজ করবে বলে জানান শাজাহান খান। তিনি বলেন, ‘আমার ২০১৬ সালে ঘোষণা দিয়েছিলাম, লঞ্চডুবির ঘটনা ঘটবে না। সেই বছর কোনো দুর্ঘটনা ছাড়াই যাত্রীরা গন্তব্যে যেতে পেরেছেন। এবারও আমি ঘোষণা দিচ্ছি, এ বছরও দুর্ঘটনা ঘটবে না। ২০১৭ সাল লঞ্চ দুর্ঘটনামুক্ত বছর হিসেবে আমরা পালন করব।’ তিনি আরো বলেন, ‘লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই না করতে লঞ্চ মালিকদের বলা হয়েছে।’ লঞ্চের ছাদে না ওঠার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানান নৌ পরিবহনমন্ত্রী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ডিজেএ) সভাপতি জহিরুল আলম লিপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুখ প্রমুখ। রাইজিংবিডি/ ঢাকা/১৫ জুন ২০১৭/হাসিবুল/রফিক