রাজনীতি

ক্ষমতায় টিকে থাকতে ত্রাস সৃষ্টি করছে সরকার : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে খুন-জখমের ত্রাস সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বুধবার দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। খুলনা বিএল কলেজের ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ফয়সালকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এ বিবৃতি দেওয়া হয়। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে খুলনা বিএল কলেজের ছাত্র ও জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ফয়সাল শিবলী মোল্লাকে আওয়ামী লীগ নেতা হাসানের নেতৃত্বে একদল চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে।’ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী দীর্ঘমেয়াদে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে দেশে খুন-জখমের মাধ্যমে ত্রাস সৃষ্টি করাকেই এখন প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের রক্তে হাত রঞ্জিত করা আওয়ামী লীগের নেশায় পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠীর সীমাহীন দুঃশাসনের কারণে সারা দেশের মানুষের নিকট এখন আওয়ামী লীগ নিন্দিত ও ঘৃণিত। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের নিকট বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা কিংবা জবাবদিহিতা নেই। আর সেই কারণেই নির্দ্বিধায় নিঃসঙ্কোচে মানুষের রক্তে হোলি খেলতে এবং নির্যাতন-নিপীড়ন চালাতে এরা বেপরোয়া হয়ে উঠেছে।’ শিবলী মোল্লাকে হত্যার মতো ঘটনা নিত্যদিন ঘটেই চলেছে, এ মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘এ ধরনের হত্যাকাণ্ড ও দুষ্কর্মের বিরুদ্ধে জনগণের ক্রোধ ফুঁসে উঠেছে, যেকোন মুহূর্তে এই সরকারের যবনিকাপাত ঘটবে।’ তিনি অবিলম্বে শিবলী মোল্লার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৭/রেজা/রফিক