রাজনীতি

‘সরকার জনআতঙ্কে ভুগছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার গণবিচ্ছিন্ন হয়ে জনআতঙ্কে ভোগায় বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল। হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার আহ্বায়ক এম এ মন্নানের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তারা। তল্লাশির নামে এম এ মন্নানের পরিবারের সদস্যদের ভয়-ভীতি প্রদর্শন করা হয়েছে, এ অভিযোগ করে স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, ‘ক্ষমতাসীনরা যতই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করুক না কেন এ দেশের মানুষ সংগ্রাম করেই তাদের ভোটের অধিকার আদায় করবে অচিরেই।’ তারা আরো বলেন, ‘এ দেশের ইতিহাস সংগ্রামের ইতিহাস। এ দেশের মানুষ অতীতে যেমন সংগ্রাম করে তাদের দাবি আদায় করেছে, এবারও তারা সংগ্রাম করেই গণতন্ত্র পুনরুদ্ধার করবে।’ প্রতিহিংসার রাজনীতি বন্ধ ও পুলিশি হয়রানি বন্ধের আহ্বান জানান স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। রাইজিংবিডি/ঢাকা/৪ জুলাই ২০১৭/রেজা/রফিক