রাজনীতি

খালেদা জিয়া দেশে ফিরলেই ফয়সালা : দুদু

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, লন্ডন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরলেই গণতন্ত্রের ফয়সালা হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের স্বাধীনতা, গণতন্ত্রকে রক্ষার জন্য এই  সরকারকে হঠানো ছাড়া বিকল্প কোনো পথ নেই।’ তিনি বলেন, ‘এই সরকার বানবাসী মানুষের পাশে দাঁড়াতে চায় না, অন্যদের দাঁড়াতে দেয় না। তিন মাস আগে হাওড় অঞ্চলে ত্রান দিতে ব্যর্থ হয়েছে, পাহাড় ধ্বসের ঘটনায় বিএনপির মহাসচিবসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা ত্রান দিতে গেলে তারা হামলা করেছে, তাদের লাঞ্ছিত করেছে। আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বিএনপির নেতার জামালপুরে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গেছেন, জানি না তাদের কী অবস্থা হবে। আমরা পাশে দাঁড়াতে চাই, কিন্তু সরকার দিতে চায় না।’ আয়োজক সংগঠনের সহ সভাপতি একে এম মোয়াজ্জেম হোসেনের  সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কবির মুরাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ, কৃষকদলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম, স্বাধীনতা অধিকার আন্দোলের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

   

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৭/হাসিবুল/ইভা