রাজনীতি

‘নিরপেক্ষ নির্বাচন করার সাহস সরকারের নেই’

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে একটা সহায়ক সরকার প্রয়োজন আছে। বর্তমান সরকারের নিরপেক্ষ নির্বাচন করার সাহস নেই। শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে। অতীতের মতো আমরা যদি একত্রে আসতে পারি তাহলে সেটি পরিবর্তন করা সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, আওয়ামী লীগ ২০১৪ সালের মতো নির্বাচন করতে পারবে না।  নিবার্চন কমিশনে যদি চাপ সৃষ্টি করা হয়, তাহলে সেই নির্বাচন গ্রহণ যোগ্য হবে না।  এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি আবু নুর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন প্রমুখ। রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২১ জুলাই ২০১৭/তানভীর হাসান তানু/উজ্জল