রাজনীতি

পরিবেশের অজুহাতে কোরবানি বন্ধের চেষ্টা চলছে: মুফতি ফয়জুল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক : স্থানীয় সরকার বিভাগ কোরবানির পশু নির্ধারিত স্থানে জবাই করার সিদ্ধান্ত নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। তিনি বলেছেন, পরিবেশ দূষণের অজুহাত দেখিয়ে কোরবানি বন্ধের চেষ্টা চলছে। এই অপচেষ্টা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘জমিন আল্লাহর। আর ‘কোরবানি’ মহান আল্লাহপাকের নির্দেশিত ইবাদত। বান্দা হিসেবে দেশের সর্বত্র আমরা সেই ইবাদত পালন করব।’ তিনি বলেন, ‘কোন অজুহাত দেখিয়ে একটি এলাকার নির্দিষ্ট একটি স্থানে সবাইকে কোরবানি দিতে বাধ্য করা অন্যায় ও অযৌক্তিক প্রস্তাব। যার অর্থ হলো আল্লাহর ইবাদতে বিধিনিষেধ আরোপ করা।’ রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/নঈমুদ্দীন/শাহনেওয়াজ