রাজনীতি

ছাত্রলীগের একুশে হল কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। এর আগে ২০১৬ সালের ১৩ ডিসেম্বরের আব্দুল জাব্বার রাজকে সভাপতি ও এহসান উল্লাহ পিয়ালকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি ২০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯ জন, সাংগঠনিক সম্পাদক ৯ জন, সহ-সম্পাদক ১৩ জন এবং সদস্য রয়েছেন ৮ জন। অমর একুশে হল শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার রাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংগঠনকে আরো শক্তিশালী করতে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। আশা করি, নতুন নেতৃবৃন্দ ডিজিটাল বাংলাদেশ গঠন এবং ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ বাস্তবায়নের জন্য কাজ করে যাবে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর অমর একুশে হলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় সংগঠনে পদ পেয়ে নেতারা অনেক উচ্ছ্বসিত। তারা ফেসবুকে নিজেদের এই উচ্ছ্বাসের কথা লিখেছেন এবং হলে একে অন্যকে মিষ্টিমুখ করিয়ে নিজেদের আনন্দ ভাগাভাগি করেছেন। নতুন পদ পাওয়া নেতারা দেশের এবং দলের স্বার্থে ইতিবাচক কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/ইয়ামিন/রফিক