রাজনীতি

৫৭ ধারা সাংবাদিক উচ্ছেদের জন্য নয় : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সাভার : ৫৭ ধারা নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু  বলেছেন, ‘এটি সাংবাদিকদের উচ্ছেদ করার জন্য তৈরি করা হয়নি।’ বুধবার সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় পিকার্ড কমিউনিটি স্কুল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকেরা সরকার, এমপি, মন্ত্রীদের সমালোচনা করবেন-এটাই স্বাভাবিক। এখানে ৫৭ ধারার প্রয়োগ হয় না। ৫৭ ধারা মূলত নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সাইবারে যারা অপরাধ করবেন তারা রাজনীতিবিদ, সাংবাদিক, মন্ত্রী যেই হোক ৫৭ ধারার আওতায় আসবেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ আরো উপস্থিত ছিলেন পিকার্ড কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলামসহ অনেকে।

 

 

রাইজিংবিডি/সাভার/২৬ জুলাই ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/ইভা