রাজনীতি

উদ্ভট মামলা হচ্ছে : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপিকে নিশ্চিহ্ন করতে নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘উদ্ভট মামলা’ হচ্ছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক রীতি-নীতিকে হরণ করে বিএনপিসহ অন্য বিরোধীদলগুলোকে নিশ্চিহ্ন করতে চায়। সেজন্য প্রায় প্রতিদিনই নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার এবং তাদের নামে নতুন নতুন কাল্পনিক ও উদ্ভট মামলা দায়েরের মাধ্যমে নাজেহাল করছে।’ ফেনীর পরশুরাম পৌর যুবদলের প্রচার সম্পাদক মো.  আলাউদ্দিনকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক এ ধরনের হীন অপকর্মের উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্র ক্ষমতা হাতছাড়া না করা। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই আলাউদ্দিন গ্রেপ্তার হয়েছেন।’ বিএনপি মহাসচিব আলাউদ্দিনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান। রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/রেজা/সাইফ