রাজনীতি

তৃতীয় মেয়াদে জিততে মহিলা আ.লীগকে ভূমিকা রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে  টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত করতে হবে। এ লক্ষ্যে মহিলা আওয়ামী লীগকে শক্ত হাতিয়ার হিসেবে আগামী নির্বাচনে ভূমিকা রাখাতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ভবন মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আব্দুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের  ঘটনাক্রম তুলে ধরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের রায়ে বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান। মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের পেছন ফেরার সময় নেই। ওই গ্রেনেড হামলাকারী, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত জিয়াউর রহমান; এই রাজনৈতিক অপশক্তির শেষ শিকড়টি নির্মূল না করা পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম, আমাদের প্রস্তুতি রাখতে হবে। মহিলা আওয়ামী লীগকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আব্দুর রহমান বলেন, আপনারা সেভাবে প্রস্তুত হবেন। এই মহিলা আওয়ামী লীগই প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্ত হাতিয়ার হিসেবে আগামী নির্বাচনে ভূমিকা রাখবে। মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া বেগমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপিকা সুলতানা শফি, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া উপস্থিত ছিলেন শিখা চক্রবর্তী, মোর্শেদা বেগম লিপি, জান্নাত আরা হেনরী, সোহেলা পারভীন রানু, রাজিয়া সুলতানা পান্না, নাসরিন সুলতানা, ঝর্ণা বাড়ৈ, দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন রোজী, শিক্ষা সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৭/নৃপেন/সাইফ