রাজনীতি

জোর করে রায় পাল্টাতে চায় আ.লীগ : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার জোর-জবরদস্তি করে ষোড়শ সংশোধনী বাতিলের রায় পাল্টানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চোখে অস্ত্রোপচারের পর তার আরোগ্য কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রুহুল কবির রিজভী বলেন, ‘যদি রিভিউ করতে হয়, তারও একটি আইনগত প্রক্রিয়া আছে। ক্ষমতাসীনরা প্রধান বিচারপতির বিরুদ্ধে বাজে আর অন্যায় কথা-বার্তা বলছেন। মনে হচ্ছে যে, জোর করে তার (প্রধান বিচারপতি) কাছ থেকে রায় পাল্টে নিতে চাচ্ছে।’ ‘এটা হবে না, এটা হতে পারে না। এ দেশের মানুষ এটা আর কোনোদিন হতে দেবে না। অন্যায়ভাবে, জোর করে, জবরদস্তি করে যে কাজ করানোর প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এটা আর চলবে না। সেদিন শেষ হয়ে গেছে’, বলেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পরে একটা গুমট অবস্থা থেকে বিশুদ্ধ নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি হয়েছে। সে সুযোগ ক্ষমতাসীনরা ধ্বংস করে দিতে চান। এটা ধ্বংস করলে তো একদলীয় শাসন টিকে থাকবে। এক ব্যক্তির শাসন টিকে থাকবে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার সুযোগ থাকবে। গুম হবে, কেউ আপিল করতে পারবেন না। অপহরণ হবে কেউ আইনের আশ্রয় নিতে পারবেন না।’ ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর আইন কমিশনের চেয়ারম্যান প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘খায়রুল হক কে? তিনি হচ্ছেন আওয়ামী লীগের দলীয় রাজনীতির ঠিকাদার, তল্পিবাহক। আপনি ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রতিক্রিয়া দিয়েছেন। কি লজ্জাকর ব্যাপার!’ রুহুল কবির রিজভী বলেন, ‘বগুড়ায় তুফানের যে নারী লাঞ্ছনা, আর খায়রুল হকের যে গণতন্ত্রের লাঞ্ছনা, একেবারে সমপর্যায়ের। উনি গণতন্ত্রকে হত্যা করার সুযোগ করে দিয়েছেন, উনি ভোটারবিহীন সরকারের নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। মাত্র ১০ লাখ টাকা ও আইন কমিশনের চেয়ারম্যানের চাকরির জন্য উনি এই কাজটি করেছেন। নিজের আত্মা আওয়ামী লীগের কাছে বিক্রি করে দিয়েছেন।’ স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সম্পাদক এম এ মালেক, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বক্তব্য রাখেন। নয়াপলটন থেকে বিএনপি কর্মী গ্রেপ্তারের অভিযোগ দোয়া মাহফিলে যোগ দিতে আসা স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে পার্টি অফিসের সামনে থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সরকার মনে করেছে যে, রায় পাল্টে যাবে বা আরো অনেক কিছু হবে। আপনাদের দুঃশাসন অব্যাহত থাকবে, এই সম্ভাবনা একেবারে কম।’ রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৭/রেজা/রফিক