রাজনীতি

রুপা হত্যা মামলা ট্রাইব্যুনালে নেওয়ার দাবি নাসিমের

নিজস্ব প্রতিবেদক : চলন্ত বাসে জাকিয়া সুলতানা রুপা প্রামাণিককে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিচার দ্রুত বিচার ট্রাইবুন্যালে করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।তিনি রুপার ছোট বোন মারুফা আক্তার পপিকে একটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশে রুপা প্রামাণিকের গ্রামের বাড়িতে যান মোহাম্মদ নাসিম। এ সময় তিনি রুপা হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নিতে টেলিফোনে আইনমন্ত্রীর সাথে কথা বলেন। মোহাম্মদ নাসিম রুপা হত্যায় জড়িতদের পক্ষে আইনজীবীদের আদালতে না দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনার সাথে জড়িতদের ফাঁসি দিতে হবে।

মোহাম্মদ নাসিম নিহত রুপার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।  

এ সময় স্থানীয় সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, তাড়াশ থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, থানা ছাত্রলীগের সভাপতি আনিস প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৭/নৃপেন/রফিক