রাজনীতি

\`বিএনপি-জামায়াত উস্কানি দিচ্ছে\`

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা ইস্যুতে বিএনপি-জামায়াত যুদ্ধের উস্কানি দিচ্ছে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় সারা বিশ্ব যখন বাংলাদেশের প্রশংসা করছে ঠিক তখনই সাম্প্রদায়িকতার জিকির তুলে বিএনপি-জামায়াত দেশ দুটির মধ্যে যুদ্ধের উস্কানি দিচ্ছে।’ এ সময় তিনি বিএনপি-জামায়াতকে দেশ ও মানবতার শত্রু আখ্যা দিয়ে এদেরকে প্রতিহত করার আহ্বান জানান। বুধবার জাতীয় প্রেসক্লাবে সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত 'রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে বাংলাদেশের করণীয়' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন পূর্ব-পরিকল্পিত দাবি করে হাসানুল হক ইনু বলেন, ‘মিয়ানমারের সামরিক জান্তারা ঠান্ডা মাথায় পূর্ব-পরিকল্পিতভাবে মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতন, ধর্ষণ, গণহত্যা চালিয়ে যে মানবতাবিরোধী অপরাধ করেছে এজন্য তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিত।’ মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তারা সেখানেই বসবাস করবে। এক্ষেত্রে দেশটির প্রধান রাষ্ট্রীয় পরামর্শদাতা অং সান সু চি কোনো অজুহাত দেখাতে পারবেন না। বাংলাদেশ সরকার মানবিক দৃষ্টি থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।’ তিনি আরো বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে অং সান সু চি গতকাল যে প্রস্তাবটি দিয়েছেন সেটা গ্রহণযোগ্য নয়। দ্বিপক্ষীয়ভাবে রোহিঙ্গা সংকট সমাধান করা সম্ভব নয়। সমাধান করতে হলে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনানের প্রস্তাবকে মেনে নিয়ে ত্রিপক্ষীয়ভাবে সমাধান করতে হবে।’ আলোচনা সভায় আরো বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, কেন্দ্রীয় অধ্যাপক আনোয়ার হোসেন ও নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) হারুনুর রশিদ প্রমুখ।

   

রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৭/ইয়ামিন/ইভা