রাজনীতি

রোহিঙ্গাদের সাহায্য দেবে শ্রৗকৃঞ্চ সেবা সংঘ

জ্যেষ্ঠ প্রতিবেদক : মিয়ানমারের সেনাবাহিনীর দমন নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থিক সাহায্য করতে এবার দুর্গাপূজার ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর শ্রৗকৃঞ্চ সেবা সংঘ। শুক্রবার দুপুরে রাজধানীর শ্যামবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক নকুল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সুজন দে, কেন্দ্রীয় নেতা দিপক গুপ্ত, ইন্দ্রজিত দাশ, সুনীল টাইগার, চন্দ্র রানী রায়, ডি, কে সমির, সুকমল রায়, প্রেম রতন গাইন, সত্য নারায়ন শংকর, মানিক সিংহ রায়, সরোজ চন্দ্র দাশ, নির্মল খাসখেল। সংগঠনের সদস্য সচিব সুজন দে বলেন, এবার দুর্গাপূজা এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী জীবন বাঁচাতে পালিয়ে এসেছে আমাদের দেশে। তারা মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। তাই এবার শারদীয় দুর্গাপূজার আয়োজন থেকে অর্থ সাশ্রয় করে তা আমরা রোহিঙ্গাদের  সাহায্যে খরচ করতে চাই। এজন্য শ্রৗকৃঞ্চ সেবা সংঘরে প্রত্যেক সদস্যকে পূজার খরচ কিছুটা কমিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৭/নঈমুদ্দীন/সাইফ