রাজনীতি

পূজামণ্ডপ পাহারা দেবে জাপা: এমপি বাবলা

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির নেতাকর্মীরা দেশের পূজামণ্ডপ পাহারায় থাকবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের সার্বজনীন উৎসব। এই উৎসব নির্বিঘ্নে উদযাপনে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী প্রহরীর দায়িত্ব পালন করবে। সোমবার দুপুরে রাজধানীর শ্যামপুর বালুর মাঠে নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলির হিন্দু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এমপি বাবলা নিজের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় পাঁচ শতাধিক নারীর মাঝে শাড়ি বিতরণ ও এলাকার প্রত্যেক মঠ মন্দিরে ২০ হাজার টাকার আর্থিক অনুদান দেন। জাপা মহানগর দক্ষিণের সভাপতি বাবলা বলেন, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের কাছে অন্য ধর্মের অনুসারীরা পবিত্র আমানত। এটাই আমাদের ইসলামের শিক্ষা। তাই আমরা সব সময়  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রদায়ের যেকোনো উৎসবে শামিল হই এবং তাদের সব ধরনের সহযোগিতা করি। এবারও হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উৎসব যাতে সুন্দরভাবে উদযাপিত হয় সেজন্য জাতীয় পার্টির নেতাকর্মীরা মাঠে থাকবে। সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ওয়ারি জোনের উপ-পুলিশ কমিশনার এম ফরিদউদ্দীন, কদমতলি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল, শ্যামপুর  আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজু, মনির হোসেন স্বপন, জাপা নেতা ইন্দ্রজিত দাশ, হানিফ সর্দার, জহিরুল ইসলাম জহির, সিরাজুল ইসলাম, মোতালেব হোসেন, হিন্দু সম্প্রদায়ের নেতা ডিকে সমির, গোপাল দাশ, নির্মল খাসখেল, সুনীল টাইগার, পার্থ দাশ প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/নঈমুদ্দীন/মুশফিক