রাজনীতি

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা চান মোশাররফ

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। তিনি বাংলাদেশে আশ্রিত শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপে বহির্বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের স্থায়ী কমিটির আ স ম হান্নান শাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। মোশাররফ বলেন, সরকার কূটনৈতিকভাবে এতিম হয়ে রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ হয়েছে। এই সরকার চীন ও ভারতের সঙ্গে গভীর সম্পর্কের কথা বলে আসছে। আজকে যখন রোহিঙ্গা সমস্যা হল, তখন বাংলাদেশের পক্ষে চীনও নেই, বাংলাদেশের পক্ষে ভারতও নেই। তিনি বলেন, ‘এই রোহিঙ্গা সমস্যার শুরুতে সরকার যদি সঠিকভাবে কূটনৈতিক পদক্ষেপ নিতে পারত, তাহলে রাখাইনে গণহত্যা পরিচালনা করা মিয়ানমার সেনাবাহিনী বা সরকারের পক্ষে সম্ভব হত না।’ বিএনপি প্রয়াত নেতা হান্নান শাহ দলের ‘বলিষ্ঠ স্তম্ভ’ ছিলেন উল্লেখ করে দলটির এই নীতি নির্ধারক বলেন, ‘দলের প্রতিষ্ঠাতা ও দলের নেতৃত্বের প্রতি তার আনুগত্য নেতা-কর্মীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’ স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের পরিচালনায় সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, অবসরপ্রাপ্ত কর্নেল এম এ লতিফ, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, মিজানুর রহমান, যুবদলের সাইফুল ইসলাম নিরব, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের আকরামুল হাসান, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, প্রয়াত হান্নান শাহর ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান বক্তব্য রাখেন। রাইজিংবিডি/ঢাকা/৩০ সেপ্টেম্বর ২০১৭/রেজা/সাইফ