রাজনীতি

বিতর্কের জন্ম দেওয়া উচিত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিতর্কের জন্ম দেওয়া উচিত হয়নি। জনগণ এটা প্রত্যাশা করে না। প্রধান বিচারপতি ছুটি নেওয়ার মাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন।’ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করে প্রধান বিচারপতির মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও এস কে সিনহা বিভিন্ন সময় বিতর্কের জন্ম দিয়েছেন। প্রধান বিচারপতি অসুস্থ হওয়ার মধ্য দিয়ে আবার বিতর্ক সৃষ্টি করেছেন। আমরা আশা করি তিনি তার দায়িত্ব শেষ করে ভালোভাবে অবসরে যাবেন, এটা ১৪ দল প্রত্যাশা করে।’ রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপির সমালোচনা করে নাসিম বলেন, ‘বিএনপি রোহিঙ্গা ইস্যুতে অপতৎপরতা ও ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’ আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। আগামী শনিবার প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাকে ১৪ দলের পক্ষে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৭/নাসির/সাইফ