রাজনীতি

ইসির বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপে অংশ নেবে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘সংলাপের আলোচনার বিষয়বস্তু নিয়ে একটি খসড়া তৈরি হচ্ছে। এই মুহূর্তে এ বিষয়ে কিছু জানাবো না। শুধু এটুকু জানাচ্ছি, আমাদের প্রতিনিধিদল ১৫ তারিখ নির্বাচন কমিশনে যাচ্ছেন।’ আগামী ১৫ অক্টোবর ইসির সঙ্গে সংলাপে বসবে বিএনপি। আর আওয়ামী লীগের সঙ্গে ১৮ অক্টোবর হবে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলকে সংলাপে পাঠাচ্ছে বিএনপি। প্রতিনিধি দলে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ছাড়া শীর্ষ কয়্কেজন নেতা উপস্থিত থাকবেন। গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পর ২৪ আগস্ট থেকে শুরু হয় নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ। রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/রেজা/সাইফ