রাজনীতি

এম কে আ‌নোয়া‌রের মৃত্যুতে খা‌লেদা জিয়ার শোক

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার এক শোকবার্তায় মরহু‌মের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএন‌পি নেত্রী। বিএনপি চেয়ারপারসন বলেন, 'দেশের বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ারের মৃত্যুতে আমি শোকাহত ও ব্যথিত।  আমি তার আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা।' তি‌নি ব‌লেন, 'সজ্জন, মিতবাক, নিয়মনিষ্ঠ, কথা ও কাজে অসাধারণ সামঞ্জস্য ছিল মরহুম এম কে আনোয়ারের অন্যতম বৈশিষ্ট্য। তার সততা ও নিষ্ঠা ছিল ইর্ষণীয় উচ্চতায়। সেই কারণেই পেশাগত জীবনে সরকারি সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকেও তিনি তার অমলিন ব্যক্তি-মর্যাদা অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছিলেন।' খা‌লেদা জিয়া ব‌লেন, 'এম কে আ‌নোয়ার বারবার কারাবরণসহ নিপীড়ন-নির্যাতন সহ্য করেও নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সরকারের অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনোই কোন অগণতান্ত্রিক শক্তির কাছে মাথানত করেননি।’ নিজ এলাকায় শিক্ষার প্রসার ও জনকল্যানমূলক কাজে এম কে আ‌নোয়া‌রের অবদান তু‌লে ধ‌রে তি‌নি ব‌লেন, 'জনগণের কা‌ছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার কারণেই তি‌নি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।' বিএন‌পি প্রধান ব‌লেন, ‘দেশকে গণতন্ত্রের পথে উত্তরণ এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেশের উন্নয়নের জন্য এম কে আনোয়া‌রের অবদান বিএনপি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’ রাইজিং‌বি‌ডি/ঢাকা/২৪ অ‌ক্টোবর ২০১৭/‌রেজা/ইভা