রাজনীতি

‘এটা হচ্ছে মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি মানবিক কর্মসূচিতে যাওয়ার পথে খালেদা জিয়াকে আক্রমণ করা হয়েছে। কিন্তু জনগণ সেটি মেনে নেয়নি। তিনি বলেন, ‘গাড়িবহরে আক্রমণের পরে চট্রগ্রামে লাখ লাখ মানুষ সমাবেত হয়েছে। দেড় কিলোমিটার রাস্তা যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। গাড়ি চলতে পারেনি। এটা হচ্ছে মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর। তারা রাস্তায় নেমে এসেছে।’ বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুতে আয়োজিত এক শোক সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ এ সভার আয়োজন করে। আমির খসরু বলেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানবিক কারণে কক্সবাজার গিয়েছিলেন দেশবাসী সবাই জানে। কিন্তু একটি মানবিক কর্মসূচি আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না। সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওয়ারেন্ট ইস্যু করেছিল। দেশনেত্রী সেই মামলার চ্যালেঞ্জ নিয়ে দেশে এসেছিলেন। সেদিনও এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত লাখ লাখ মানুষ সমাবেত হয়েছিল। এই ধারা অব্যাহত রাখতে হবে।' বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 'খারাপ লাগে, আমরা শনিবার রোহিঙ্গাদের পাশে গিয়ে দাঁড়ানোর মানবিক একটি কর্মসূচি শুরু করেছিলাম। মানুষ খালেদা জিয়ার পেছনে রাস্তায় নেমে এসেছিলেন। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তিনি তার বাড়ি ফেনীতে গেলেন। যাওয়ার সময় তার গাড়িবহরে আক্রমণ করা হলো। ফিরে আসার সময় ঠিক একই জায়গায় আক্রমণ করা হলো। আমি মনে করি এটি ছিল পরিকল্পিত।’ আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব আ স ম মোস্তফা কামালের সঞ্চালনয় এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ, জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৭/নাসির/ইভা