রাজনীতি

সেনা মোতায়েন ছাড়া নির্বাচনে যাওয়া বিপদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সেনাবাহিনী মোতায়েন ছাড়া নির্বাচনে যাওয়াকে বিপদজনক হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে ‘আগামী প্রজন্মের নেতৃত্ব এবং তারেক রহমান’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘জাতীয় নাগরিক সংসদ’ নামে একটি সংগঠন। নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতায় দিয়ে মাঠে নামানোর দাবি জানিয়ে আমির খসরু বলেন, ‘যদি সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে সুস্থ মস্তিস্কে নির্বাচনে যাওয়া হবে বিপদজনক। সেই নির্বাচন বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে হবে, অন্যথায় নির্বাচন হতে দেওয়া হবে না।’ একাদশতম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এর সাথে রাষ্ট্রীয় বেশকিছু সংগঠন ও সংস্থাও জড়িত রয়েছে। ক্ষমতাসীন সরকার নির্বাচনের দিকে যেতে চায় না, তারা ক্ষমতা দখলের প্রক্রিয়ায় রয়েছে।’ আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/রেজা/এসএন