রাজনীতি

আ.লীগ কেন তত্ত্বাবধায়কে ফিরতে পারবে না, প্রশ্ন মওদুদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করলেও দলটি কেন এখন সংবিধান পরিবর্তন করে ওই প্রক্রিয়ায় ফিরতে পারবে না- সেই প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরনে মওলানা ভাসানীর আদর্শ অনুসরনের বিকল্প নেই’ শীর্ষক এক সভায় তিনি এই প্রশ্ন তোলেন। সভার আয়োজন করে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী। মওদুদ বলেন, ‘সং‌বিধান নির্বাচ‌নে বাধা হতে পারে না। ‌বিএন‌পি চেয়ারপারসন য‌দি সং‌বিধান প‌রিবর্তন ক‌রে নির্বাচনকা‌লীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থায় প্রবর্তন করতে পা‌রে, তাহ‌লে আজ যারা সরকা‌রে আছে সেই আওয়ামী লীগ কেন সং‌বিধান প‌রিবর্তন ক‌রে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফি‌রে আস‌তে পার‌বে না?’ ‘আওয়ামী লীগ য‌দি নির‌পেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফি‌রে আসে তাহ‌লে দে‌শের মানু‌ষের কা‌ছে তারা স্মরণীয় হ‌য়ে থাক‌বে’, বলেন বিএনপির এই নীতি নির্ধারক। তিনি বলেন, ‘বিএনপি চায় সম‌ঝোতার মাধ্যমে রাজ‌নৈ‌তিক সভ্যতা ও গণতন্ত্র ফি‌রে আসুক, যা‌তে ক‌রে দে‌শের মানুষ তার গণতা‌ন্ত্রিক অধিকার ফি‌রে পায়।’ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, ‘এখন সরকার বি‌রোধী রাজ‌নৈ‌তিক দলগু‌লো‌কে বিশ্বাস ক‌রে না আর বি‌রোধী রাজ‌নৈ‌তিক দলগু‌লো সরকারকে বিশ্বাস ক‌রে না। তাই একে অপ‌রের প্রতি বিশ্বাস ও আস্থা অর্জন কর‌তে হ‌বে। রাজ‌নৈ‌তিক মূল্যবোধ ফি‌রি‌য়ে আন‌তে হ‌বে।’ আ‌য়োজক সংগঠ‌নের চেয়ারম্যান আজহারুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএন‌পি নেতা জ‌হির উদ্দিন স্বপন, জাতীয় পা‌র্টি (কাজী জাফর) প্রে‌সি‌ডিয়াম সদস্য আহসান হা‌বিব লিংকন, সাম্যবাদী দ‌লের সাধারণ সম্পাদক কম‌রেড সাঈদ আহ‌মেদ, কৃষক দল নেতা শাহজাহান মিয়া।  রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/রেজা/শাহনেওয়াজ