রাজনীতি

বারী সিদ্দিকীর মৃত্যুতে খালেদা জিয়ার শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের বরেণ্য কণ্ঠশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন মরহুম কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বারী সিদ্দিকী (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মরহুম বারী সিদ্দিকীকে লোকগান ও আধ্যাত্মিক গানের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, ‘তার গান এদেশের সংগীতপ্রেমী মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল। তার কণ্ঠে মরমী গানে সঙ্গীতপ্রিয় মানুষ মোহাবিষ্ট থাকত। বারী সিদ্দিকীর মৃত্যু সংগীতানুরাগী মানুষের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ও বেদনার। একাধারে সংগীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক হিসেবে মরহুম বারী সিদ্দিকী এদেশের কীর্তিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম।’ তিনি বলেন, ‘দেশের এই বরেণ্য সংগীত সাধক তার অক্লান্ত অধ্যাবসায় দ্বারা দেশের লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানের জগতকে করেছিলেন সমৃদ্ধ। সঙ্গীতাকাশে তিনি ছিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তার মৃত্যুতে দেশ হারালো অসাধারণ একজন গুণী শিল্পীকে, যার অভাব সহজে পূরণ হবার নয়। সংগীতে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।’ অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীকে দেশের সংগীত জগতের এক কিংবদন্তি উল্লেখ করে বলেন, ‘সংগীত সাধনায় বহুমুখী প্রতিভার অধিকারী মরহুম বারী সিদ্দিকীর মৃত্যুতে দেশের সংগীতপ্রিয় মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কণ্ঠশিল্পী হিসেবে লোকগান ও আধ্যাত্মিক ধারার গানের জন্য তিনি দেশের মানুষের নিকট অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত ছিলেন।’ বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেন মির্জা ফখরুল। রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৭/রেজা/সাইফুল