রাজনীতি

বামদের আধাবেলা হরতাল চলছে

নিজস্ব প্রতিবেদক : খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা আধাবেলা হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল ৬টা হরতাল শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত বৃহস্পতিবার বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচি দেয় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। এদিকে বাম দলগুলোর ডাকা আধাবেলার হরতালের সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও সমাজতান্ত্রিক মজদুর পার্টি। রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৭/নূর/সাইফুল