রাজনীতি

‘জাতি কোনদিন বুদ্ধিজীবীদের অবদান ভুলবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এদেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ বুদ্ধিজীবীদের অবদান চির অমর হয়ে থাকবে। দেশের শ্রেষ্ঠ সন্তানরা দেশ মাতৃকার জন্য তাদের জীবন উৎসর্গ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতি কোনোদিন তা ভুলতে পারবে না। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘চুড়ান্ত বিজয়ের পূর্বমুহূর্তে দখলদার বাহিনী তাদের দোসরদের দিয়ে এদেশকে মেধাশূন্য করার নীল নকশা বাস্তবায়ন করতেই বুদ্দিজীবী হত্যাকাণ্ড চালিয়েছে। সেই সময়ে যাদের হারিয়েছি, তাদের শূন্যতা আমরা পূরণ করতে পারিনি। সেই সব শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে আমাদের এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘যে মহান লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধে বুদ্ধিজীবীরা জীবন বিসর্জন দিয়েছেন, তাদের স্বপ্ন ও সাধ পুরনের জন্য দেশ গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তাহলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে।’ রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/নঈমুদ্দীন/শাহনেওয়াজ