রাজনীতি

‘সরকার দিবাস্বপ্নে বিভোর’

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার ‘দিবাস্বপ্নে বিভোর হয়ে’ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে পাবনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালুকে গ্রেপ্তারের ঘটনায় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিয়ে চিরদিন রাষ্ট্রক্ষমতায় আসীন থাকার দিবাস্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহৌৎসব চালিয়ে যাচ্ছে।’ ‘দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার এবং তাদের নামে নতুন নতুন মামলা দায়ের ও কারান্তরীণ করা যেন শাসকগোষ্ঠীর এক ধরনের তামাশায় পরিণত হয়েছে। শহিদুল ইসলাম লালু সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার,’ বলেন তিনি। মির্জা ফখরুল অবিলম্বে শহিদুল ইসলাম লালুর বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন। রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/রেজা/সাইফুল