রাজনীতি

বছরের প্রথম দিনেই জাপার শোডাউন

জ্যেষ্ঠ প্রতিবেদক : দলের ৩২ প্রতিষ্ঠাবার্ষিকীতে বছরের প্রথম দিনেই রাজধানীতে ব্যাপক শোডাউন করেছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। গণমিছিলের কর্মসূচি দিয়ে উল্লেখযোগ্য নেতাকর্মীর সমাগম ঘটিয়েছে দলটি। কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার রাজধানীর শাহবাগ থেকে পল্টনমোড় পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলের সামনে থেকে গণমিছিল বের করে দলটি। মিছিলে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান এরশাদ। গাড়িতে দাড়িঁয়ে হাতনেড়ে রাস্তার দুপাশে দাড়িয়ে থাকা জনগণকে শুভেচ্ছা জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতীসহ দলের শীর্ষনেতারা।গাড়ি বহরসহ নেতাকর্মীরা মৎসভবন, প্রেসক্লাব প্রদক্ষিণ করে পল্টনমোড় ঘুরে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে যেয়ে কর্মসূচি শেষ করেন। এমপি বাবলার শোডাউনে যানজট : গণমিছিল কর্মসূচিতে সমর্থকদের নিয়ে ব্যাপক শোডাউন করেছেন দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। গণমিছিল কর্মসূচির অধিকাংশ নেতাকর্মীর জোগান দেন তিনি। সোমবার সকাল থেকেই বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলি থানা জাতীয় পার্টি ও অংগসহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে জড়ো হয় । বেলা সাড়ে ১১ টার দিকে কর্মী সমর্থকদের একটি বিশাল মিছিল মৎস্য ভবনের সামনে আসলে পুরো সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নেতাকর্মীদের হাতে হাতে  শত শত লাঙ্গল, এরশাদ, রওশন ও বাবলার বিশাল আকৃতির ছবি, শত শত ব্যানার ফেস্টুন শোভা পায়। ব্যান্ড পার্টির তালে তালে নান্দনিক সাজে সজ্জিত বাবলার মিছিল অনুষ্ঠানস্থলে পৌঁছলে পুরো এলাকা উৎসব মুখর হয়ে উঠে। এমপি বাবলার মিছিলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ ও ইব্রাহিম মোল্লা।   এমপি বাবলা ছাড়াও জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী ও শফিকুল ইসলাম সেন্টুর নেতৃত্বে জাপা মহানগর উত্তর, অনন্যা হোসেন মৌসুমীর নেতৃত্বে জাতীয় মহিলা পার্টি, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপির নেতৃত্বে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা এবং নাসির উদ্দিন মামুনের নেতৃত্বে জাতীয় কৃষক পার্টি, আলমগীর সিকদার লোটন ও ফখরুল শাহজাদার নেতৃত্বে  যুবসংহতি, ইফতেখার আহসান ও মিজানুর রহমান মিরুর নেতৃত্ব ছাত্রসমাজ অনুসারি নেতাকর্মী নিয়ে গণমিছিলে শোডাউন করে। রাইজিংবিডি/ঢাকা/১জানুয়ারি ২০১৮/নঈমুদ্দীন/শাহেদ