রাজনীতি

শ্যামপুরে এমপি বাবলার বিশাল শান্তি মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে নির্বাচনী এলাকা শ্যামপুরে বিশাল শান্তি মিছিল করেছেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। শুত্রবার বাবলার নেতৃত্বে পোস্তগোলার বালুর মাঠ থেকে শুরু হয়ে এই শান্তি মিছিল দোলাইরপাড়ে এসে শেষ হয়। গণতন্ত্রের পক্ষে এই শান্তি মিছিলে শ্যামপুর-কদমতলি থানা জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। শান্তি মিছিল-পূর্ব স্থানীয় বালুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, দেশের সংবিধানকে সমুন্নত ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করে। না হলে দেশ গভীর সংকটে পড়ত। দেশে যখনই কোনো সংকট দেখা দেয় তখনই আমাদের পল্লীবন্ধু এরশাদ ও পল্লীমাতা রওশন ত্রাতা হিসেবে আবির্ভূত হন। তিনি বলেন, আমাদের চেয়ারম্যান ও বিরোধী নেতা সংঘাত নয়, সব সময় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। মানুষ শান্তি চায়, পার্টির নেতাকর্মীরাও শান্তিতে বিশ্বাসী। তাই আজ আমরা শান্তি মিছিল করছি। বাবলা বলেন, জাতীয় পার্টির হাত ধরেই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পল্লীবন্ধু এরশাদ গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। জাতীয় পার্টি হলো গণতন্ত্রের ধারক-বাহক। তাই যেকোনো মূল্যে আমরা গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক ভুইয়া, পার্টির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য সুজন দে, শ্যামপুর থানার সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৮/নঈমুদ্দীন/মুশফিক