রাজনীতি

লেভেল প্লেয়িং ফিল্ড চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সপ্তাহের অধিকাংশ দিন মিথ্যা মামলায় হাজিরা দিতে হচ্ছে ও প্রতিদিন তাকে জামিন নিতে হচ্ছে। এই পরিস্থিতি সৃষ্টি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন সরকার আদৌ সুষ্ঠু করবে কি না-তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। বর্তমান সিইসি আবারো আরেকটি নীল নকশা ও ভোট ডাকাতির নির্বাচন সম্পন্ন করে কী না সে প্রশ্ন মানুষের মুখে মুখে।’ বর্তমান ইসির অধীনে সাম্প্রতিক কালের নির্বাচনগুলো সেরা প্রহসন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সিইসিসহ নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি-ডিএনসি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির উদ্যোগ নিন। রাজনৈতিক সহাবস্থান তৈরি করার পদক্ষেপ নিন। ধানের শীষের প্রার্থী ও সমর্থকরা যাতে নির্ভয়ে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে সে ব্যবস্থা নিন।’ নির্বাচনী মাঠে সুষ্ঠু পরিবেশের কোনো আলামত নেই দাবি করে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি তোলেন রিজভী। ডিএনসিসিতে বিএনপির সমর্থন পাওয়া তাবিথ আউয়ালকে যোগ্য প্রার্থী অভিহিত করে বিএনপির এই নেতা বলেন, ‘যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন আন্তরিক হয় তাহলে তাবিথ আউয়াল জনগণের বিপুল ভোটে বিজয়ী হবেন।’ ‘নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন,  ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শ্রবণেন্দ্রীয়তে সমস্যা থাকতে পারে, কিন্তু জাতি বারবার বিএনপিসহ বিরোধীদলের সুষ্পষ্ট উচ্চারণ শুনেছে যে, বর্তমান সংসদ এবং প্রধানমন্ত্রীকে বহাল রেখে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না।’ তিনি বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। কারণ বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে কখনোই কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।’ 

   

রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/রেজা/সাইফ