রাজনীতি

ডিএনসিসি নির্বাচন নিয়ে সন্দেহ এরশাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র পদে (ডিএনসিসি) উপনির্বাচন হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে আমাদের দলের দুজন ভালো প্রার্থী ছিলেন। কিন্তু ঘোষণার আগেই নির্বাচন স্থগিত করা হয়েছে। তিন মাস পর এই নির্বাচন হতেও পারে নাও হতে পারে। বুধবার রাজধানীর বনানীতে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন হুসেইন মুহম্মদ এরশাদ। অনুষ্ঠানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির অবসরপ্রাপ্ত উপ-পরিচালক (রাঙ্গামাটি সদর) ও উত্তরবঙ্গ বৌদ্ধ পরিষদ সভাপতি উত্তম কুমার বড়ুয়া হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাপায় যোগ দেন। পার্টিতে যোগ দেওয়া প্রাক্তন এই সরকারি কর্মকর্তাকে স্বাগত জানিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টি অসাম্প্রদায়িক সব মানুষের রাজনৈতিক দল। দুই দলের প্রতি মানুষের আস্থা নেই বলে সবাই এখন জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। তিনি আরো বলেন, দেশের মানুষ এখন হানাহানি, গুম, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস দেখতে চায় না। মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়। মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার একমাত্র ভরসা জাতীয় পার্টি। দলের নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান হুসেইন মুহম্মদ এরশাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য ও উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের। পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, এরশাদ যেমন রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, তেমনি বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য বৌদ্ধ মন্দির, হিন্দু সম্প্রদায়ের মন্দিরের উন্নয়নের জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট করেছেন। ভগবান শ্রীকৃঞ্চের জন্মদিন জন্মাষ্টমীতে সরকারি ছুটি দিয়েছেন, পহেলা বৈশাখ সরকারি ছুটি দিয়েছেন। জাতীয় পার্টি কোনো সাম্প্রদায়িক দল নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে মানুষের ভালবাসা অর্জন করেছে। রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৮/নঈমুদ্দীন/রফিক