রাজনীতি

জিয়াউর রহমানের সমাধিতে খালেদার শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সর্বস্তরের নেতা-কর্মী। শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন খালেদা জিয়া। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব‌্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম‌্যান বরকতউল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে মোনাজাত করা হয়। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে ফুল দিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানানো হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নিহত হন তিনি। রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৮/রেজা/এসএন