রাজনীতি

কঠিন মূল‌্য দিতে হবে : খসরু

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘ষড়যন্ত্র’ বন্ধ না করলে সরকারকে ‘কঠিন মূল‌্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে যাতে ভোট দিতে না পারে ও তাদের অধিকার যাতে প্রয়োগ করতে না পারে সেজন্য খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’ গণতন্ত্র হরণ করতেই খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মন্তব‌্য করে তিনি বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) যে পথে হাঁটছেন সেটা পিচ্ছিল, সে পথে আপনারা এগিয়ে যেতে পারবেন না। আমি তাদেরকে বলি, এই পথে আর যাবেন না। গণতন্ত্রের পথে ফিরে আসেন, তা না হলে আপনাদেরও কঠিন মূল্য দিতে হবে।’ ‘অর্পন বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস‌্য। সরকারের উদ্দেশে আমির খসরু মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার নামে মিথ্যা মামলার রায়ের মাধ্যমে যে একক নির্বাচন দিতে চাচ্ছেন তা বাংলাদেশের মানুষ হতে দেবে না। খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। এটা রাজনৈতিক অধিকার।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কখনো এ ধরনের সংকটে পড়েনি। সে সংকটটি হচ্ছে গণতন্ত্র-সংকট, বাংলাদেশের নাগরিকদের অধিকার আদায়ের ও তাদের জীবনের নিরাপত্তার সংকট। এ সংকট যেমন রাজনৈতিকভাবে মোকাবিলা করার প্রয়োজন আছে, তেমনই সামাজিকভাবে মোকাবিলা করার প্রয়োজন আছে। কিন্তু আমরা সামাজিকটা ভুলে যাই।’ আওয়ামী লীগ ভয়ভীতি তৈরি করে টিকে থাকতে চাইছে, অভিযোগ করে আমির খসরু বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় রায় দিয়ে দেশের মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি করা, যাতে করে মুক্তিকামী, গণতন্ত্রকামী মানুষগুলো এগিয়ে না আসে।’ তিনি বলেন, ‘দেশে এখন আইনের শাসন নাই। চলছে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল এবং অব্যাহতভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া চালিয়ে যাওয়া। এই অবস্থান থেকে মুক্ত হতে হলে আজকে যে ভয়ভীতির সৃষ্টি করেছে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।’ অর্পন বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি বীথিকা বিনতে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৮/রেজা/রফিক