জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত কর্মকর্তা আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া রাত ১২টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে তার শান্তিনগরের বাসা থেকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার অমিতকে আটকের বিষয়টি জানিয়েছেন। রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৮/রেজা/রফিক