রাজনীতি

পায়ে হেঁটে আদালতের পথে ফখরুলরা

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাওয়ার পথে প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে পুলিশ। পরে পায়ে হেঁটে তারা বিশেষ আদালতের দিকে রওনা দেন। খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজপথে নামেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা।

এ সময় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুর আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান প্রমুখ। বিএনপির এই নেতারা হেঁটে নয়াপল্টন বিএনপির কার্যালয় থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত যান। সেখান থেকে তারা গাড়িতে করে আদালতের উদ্দেশে রায় শুনতে যাওয়ার পথে প্রেসক্লাব পৌঁছালে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে দেন। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে দোয়েল চত্বর থেকে বিএনপি সমর্থিত এক নারী কর্মীকেও আটক করে পুলিশ। রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৮/নূর/হাসান/এসএন