রাজনীতি

আগামী নির্বাচনে খালেদা জিয়াকে মাঠে চান অলি

জ্যেষ্ঠ প্রতিবেদক : কারান্তরীণ হওয়ার পর আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে আলোচনার মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ বলেছেন, ‘ওই নির্বাচন সুষ্ঠু করতে অবশ্যই তাকে (খালেদা জিয়া) নির্বাচনী মাঠে থাকতে হবে।’ নির্বাচন অশংগ্রহণমূলক করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী মাঠে থাকার বিকল্প নেই বলেও মনে করেন ২০ দলীয় জোটের এই নেতা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সভার আয়োজন করে ‘গণতান্ত্রিক ছাত্রদল’। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে শতভাগ সরকারের হস্তক্ষেপ রয়েছে দাবি করে অলি আহমেদ বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের অ্যাকাউন্টে ওই টাকা ছিল না। তারা অন্য কোনো জায়গায় এই টাকা জমাও রাখেননি। তাদের এই মামলায় কোনো সম্পৃক্ততা নেই। পদ্ধতিগত ভুল থাকতে পারে। সুতরাং এখানে সরকারের হস্তক্ষেপ একশ পারসেন্ট।’ তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এখানে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। যদি না থাকে তাহলে নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত নির্জন জেলখানা কেন খালেদা জিয়ার জন্য ১৫ দিন আগে থেকেই ঘষামাজা করে প্রস্তুত করা হয়েছিল।’ সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে অভিযোগ করে ২০ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, ‘প্রধান বিচারপতিকে যেভাবে বেইজ্জত করে দেশ থেকে বিতারিত করেছে, এরপর সবাই সরকারের হাতে জিম্মি।’ সংগঠনের সভাপতি মেহেদী হাসান মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আবদুল গনি, আবদুল করিম আব্বাসী, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/সাইফুল