রাজনীতি

‘পাকিস্তানের দালালদেরও বিদায় জানাতে হবে’

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশকে স্বাধীনতার পথে রাখতে ৭ মার্চে বঙ্গবন্ধু যেমন পাকিস্তানকে বিদায় দেন, তেমনি পাকিস্তানের প্রক্সি বা দালালদেরও আজ  বিদায় জানাতে হবে।’ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে জাসদ আয়োজিত সভা এবং বিকেলে জাতীয় জাদুঘর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যেমন মিটমাট সম্ভব হয়নি, তেমনই পাকিস্তানের প্রক্সি-দালালচক্র বিএনপি-খালেদা জিয়ার সঙ্গেও মিটমাটের অজুহাতে কোনো আপোষ সম্ভব নয়। তখন যাদের পাকিস্তানপ্রীতি ছিল, তারা বোঝেনি যে, পাকিস্তান সবসময়েই চক্রান্তকারী। ঠিক তেমনই এখন যাদের বিএনপিপ্রীতি রয়েছে, তারা মিটমাটের কথা বলেন, কিন্তু জানে না, বিএনপি আসলে পাকিস্তানেরই প্রক্সি, রাজাকারী ছাড়েনি’।  তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সকল চক্রান্ত নস্যাৎ করে দিয়ে বাংলাদেশকে নিজের পথে নিতে ৭ মার্চ মঞ্চে দাঁড়িয়েছিলেন। এই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে তিনি কার্যত দেশের কর্তৃত্ব গ্রহণ এবং নিরস্ত্র জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে একটি জাতির জন্য দেওয়া পথনির্দেশ আজ বিশ্বের সামনে অনন্য উদাহরণ।’ তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলা ভাষার বিরুদ্ধে ৫২ তে পাকিস্তানের চক্রান্ত, ৫৪ সালের নির্বাচনে বিজয়ী যুক্তফ্রন্টের সরকার ভেঙে দেওয়া, ৬৬ সালের ছয় দফা আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া ও ৭০ সালের নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগকে সরকার গঠন করতে না দেওয়া- এই চার চক্রান্তের কালো থাবা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ৭ মার্চ বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বুঝেছিলেন, পাকিস্তানের সঙ্গে নির্বাচন-গণতন্ত্র-সংসদ এসব কথা বলে লাভ নেই। আজ আমাদের বুঝতে হবে, তাদের প্রক্সিদের সাথেও এসবের অজুহাতে মিটমাটের সুযোগ নেই। কারণ, তারাও দেশের বিরুদ্ধে ক্রমাগত চক্রান্তকারী।’ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে জাদুঘর আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও কবি কামাল চৌধুরী অধ্যাপক মেসবাহ কামাল উপস্থাপিত মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন। জাসদের সভায় সহ-সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অধ্যাপক ড. হাবিবুর রহমান শওকত, শফিউদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম, নাদের চৌধুরী, শওকত রায়হান, রোকনুজ্জামান, মাইনুর রহমান, মহিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৮/আসাদ/রফিক