রাজনীতি

বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির উদ্বেগ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ নেপালের রাজধানী কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিভুবনের রানওয়েতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। উদ্বেগ জানিয়ে সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,  ‘আমরা এখনও জানিনা যাত্রীদের কী অবস্থা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি উড়োজাহাজের যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকেই যেন মহান আল্লাহ হেফাজত করেন।’ প্রসঙ্গত, নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ ক্রুসহ ৬৭ আরোহীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। নেপাল সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বিমান বিধ্বস্তের ঘটনায় ৫০ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন। রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/রেজা/সাইফ