রাজনীতি

চলছে জাপার মহাসমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ চলছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকালে এ সমাবেশ শুরু হয়। সকাল ৯টায় মঞ্চে হাজির হন জোটের ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। সেখানে বক্তব্য রাখছেন দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। তবে এর আগেই সমাবেশ স্থল পূর্ণ হয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে। তাদের হাতে ছিল নানা রঙের লাঙল। দলের মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতীর  সঞ্চালনায় মহাসমাবেশে উপস্থিত আছেন বিরোধী নেতা রওশন এরশাদ, জাপার কো চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার, জোটের শরিক ইসলামী ফ্রন্টের চেয়ারমান আল্লামা এম এ মান্নান,  জাপার  প্রসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম  মাহমুদ এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, তাজুল ইসলাম, জিয়াউদ্দিন  বাবলু, মাহমুদুল ইসলাম চৌধুরী,  মুজিবুল হক  চুন্নু, মাওলানা এম এ  মতিনসহ জাপা ও জোটের কেন্দ্রীয় নেতারা।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৮/নঈমুদ্দীন/ইভা