রাজনীতি

খালেদা ছাড়া এবার স্মৃতিসৌধে যাবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়াই জাতীয় স্মৃতিসৌধে যাবে দলের একটি প্রতিনিধি দল। ২৬ মার্চ সকাল ৯টায় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা ও জ্যেষ্ঠ নেতাদের সমন্বয়ে প্রতিনিধি দলটি সাভারে গিয়ে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। সেজন্য তিনি এবার জাতীয় স্মৃতিসৌধে যেতে পারছেন না। তবে বিএনপির সিনিয়র নেতারা সাভারে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।’ এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ওই দিন কেন্দ্রীয় কার্যালয়সহ দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেখান থেকে সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারা। জাতীয় গণমাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে বিএনপি। আলোকসজ্জা করা হবে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে। ৩১ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করবে বিএনপি। দিবসটি উপলক্ষে ২৭ মার্চ রাজধানীতে একটি শোভাযাত্রা করার প্রস্তুতির কথা জানিয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, আবদুল্লাহ আল নোমান, মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, গিয়াস কাদের চৌধুরী, এ জেড় এম জাহিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৮/রেজা/এসএন