রাজনীতি

খালেদার মুক্তিতে সরকারি বাধার আশঙ্কা নজরুলের

জ্যেষ্ঠ প্রতিবেদক : দুর্নীতি মামলায় কারান্তরীণ খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করে আনার পন্থায় সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বিএনপি নেত্রীর মুক্তি প্রক্রিয়ায় সরকার বাধা দিলে উদ্ভুত পরিস্থিতিতে ভবিষ্যতে যে আন্দোলন হবে, সেজন্য সরকার দায়ী থাকবে বলে ক্ষমতাসীনদের সতর্ক করে দেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপনে সাধারণ মানুষ যুক্ত হয়নি দাবি করেন নজরুল ইসলাম বলেন, ‘সরকার যে উন্নয়নের কথা বলে, সে উন্নয়নের সফলতা জনগণ পায়নি। পেয়েছে হাতে গোনা কয়েকজন মানুষ ও রাজনীতিবিদ।’ ‘দেশে উন্নয়ন হলে জনগণ খুশি হয়ে রাস্তায় রাস্তায় মিছিল করত, কিন্তু জনগণকে তো আনন্দ করতে দেখলাম না। সরকারের এ উন্নয়নের মিছিলে সরকারি চাকরিজীবী ও ছাত্র-ছাত্রীরাই এসেছে, দেশের জনগণ আসে নাই।’ বিএনপির এই নীতিনির্ধারক প্রশ্ন তোলেন, ‘দেশ উন্নত হলে জনগণের মধ্যে যে অনুভূতি আসবে, সে অনুভূতি এসেছে কী? হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করে কানাডায় বেগম পাড়া বানিয়ে কিছু লোককে খুশি করে দেশ উন্নত হয় না।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও লেবার পার্টির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। মুক্তিযোদ্ধারা ভাতা পেলে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার কেন ভাতা পাচ্ছে না, সেই প্রশ্ন তুলে বিষয়টিকে অবিচার বলেছেন নজরুল ইসলাম। তিনি বলেন, ‘সরকার তো তাদের কোনো খোঁজ রাখে না। সরকার আসলে মুক্তিযুদ্ধের কথা বলে জনগণের কাছে আসতে চায়, কিন্তু জনগণ সব বুঝে।’ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির প্রাক্তন সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, গরিবে নেওয়াজ প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৮/রেজা/সাইফুল