রাজনীতি

উপাচার্যের বাসভবনে হামলায় ছাত্রলীগকে দায়ী করল ছাত্রদল

জ্যেষ্ঠ প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছে ছত্রদল। বুধবার এক বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এ অভিযোগ করেন। ছাত্রছাত্রীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘ছাত্রলীগ পরিকল্পিতভাবে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে গোটা শিক্ষাব্যবস্থাকে কলঙ্কিত করেছে।’ ছাত্রদলের নেতারা বলেন, ‘ছাত্রলীগের সব কর্মকাণ্ড দেখে এটাই প্রতীয়মান হয় যে, ঢাবি ভিসির বাসায় যারা আক্রমণ চালিয়েছে তারা এই অবৈধ সরকারের মদদপুষ্ট ছাত্রলীগের লোকজন। যৌক্তিক একটি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।’ তারা বলেন, ‘ইতিমধ্যে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে যেসব ছাত্রলীগ নেতাকর্মীরা পদ ছেড়ে সাধারণ ছাত্রছাত্রীদের কাতারে যোগ দিয়েছেন ছাত্রদল তাদেরকে সাধুবাদ জানায়। একই সাথে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরীহ শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চায়।’ রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৮/রেজা/রফিক